মার্কিন বিমানে পাশে বসা নারী সহযাত্রীর শ্লীলতাহানির ঘটনায় দোষী সাব্যস্ত হলেন এক ভারতীয়। অভিযোগ, ৫৮ বছরের বীরভদ্ররাও কুনম নামে ওই ভারতীয় গত বছর লস অ্যাঞ্জলস থেকে নিউজার্সি গামী ভার্জিন আমেরিকা বিমানে এক সহযাত্রীর শ্লীলতাহানি করে।
ঘটনাটি ঘটে গত বছর ৩০ জুলাই। নারীর অভিযোগের ভিত্তিতে বিমানটি নিউ ইউর্কে পৌঁছানোর পর বিশাখাপত্তনমের বাসিন্দা কুনমকে গ্রেফতার করা হয়। তাকে হেফাজতে নেয় এফবিআই।
জানা গেছে, আগামী ২২ তারিখ সাজা ঘোষণা হতে পারে। কুনমের ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত জেল হতে পারে এবং আরও ৯০ দিন রিহ্যাব সেন্টারে থাকতে হতে পারে।
ঘটনায় প্রকাশ, ফ্লাইটে অভিযোগকারিণী নারী মাঝের সিটে বসেছিলেন। তার দাবি, তিনি ফ্লাইটের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। এমন সময় অভিযুক্ত তার শরীরে অশোভনভাবে হাত দেয়।