সাম্প্রতিক সময়ে তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দর জঙ্গি হামলার শিকার হয়েছে। এবার ভারতের বিমানবন্দরগুলোতে নাশকতার আশংকা প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। আইএস, আল–কায়দা সহ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর, জৈশরা ভারতের বিমানবন্দরেই নাশকতা চালানোর পরিকল্পনা করছে বলে দাবি তাদের। আর গোয়েন্দাদের এই দাবি বেশ গুরুত্বের সাথেই নিয়েছে সিআইএসএফ।
এরই পরিপ্রেক্ষিতে সিআইএসএফ দেশের স্পর্শকাতর বিমানবন্দর গুলোর নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নিতে কেন্দ্রের কাছে আবেদন করেছে। এছাড়া, যত দ্রুত সম্ভব সন্ত্রাস মোকাবিলার পরিকল্পনায় সিটিসিপি প্রয়োগ করতে চাইছেন তারা। এই ব্যবস্থার মাধ্যমে সিআইএসএফ রক্ষীরা বিমানবন্দরে যাতায়াতের সমস্ত রাস্তায় নজরদারির পাশাপাশি সন্দেহভাজন ব্যাক্তিকে বিমানবন্দরে প্রবেশের পূর্বেই গ্রেপ্তার করতে পারবেন।
বর্তমানে ভারতে বিমানবন্দরের সংখ্যা ৯৮। ‘স্পর্শকাতর’ বিমানবন্দর ২৬টি। এর মধ্যে ১৮টির নিরাপত্তার ভার সিআইএসএফ–এর হাতে। বাকিগুলোতে নজরদারির দায়িত্বে আছে স্থানীয় পুলিশ। দেশে ‘স্পর্শকাতর’ বিমানবন্দরের সংখ্যা ৫৬। তার মধ্যে ৩৭টিতে নিরাপত্তা দেয় সিআইএসএফ। সম্প্রতি জবলপুর এবং জামনগর বিমানবন্দরের নিরাপত্তার ভার সিআইএসএফ–এর হাতে তুলে দিয়েছে কেন্দ্র।