আফগানিস্তানে জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ শুরু করেছে পাকিস্তান। আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের জঙ্গিদমন আক্রমণের ঘটনা এই প্রথম। পাকিস্তানের লাল শাহবাজ কালান্দারে আত্মঘাতী বিস্ফোরণে ৮৮ জনের মৃত্যুর ঘটনার শোধ নিতেই আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামাবাদ। খবর এই সময়'র।
পাক সেনাবাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়, লাল শাহবাজ কালান্দারে হামলার সঙ্গে আফগানিস্তানের জঙ্গিদের একটি যোগসূত্র পাওয়া গেছে। তাই এই আক্রমণ। সিন্ধ প্রদেশে হামলার পরেই পাকিস্তান দাবি করে, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। আফগানিস্তানের জঙ্গিরাই হামলা চালিয়েছে। এদিনের ঘটনার জেরে, কাবুল-ইসলামাবাদ সম্পর্কের তিক্ততা অন্য মাত্রা নেবে বলেই ধারণা সংশ্লিষ্টদের।
পাক সেনাবাহিনী সূত্রের খবর, আফগান জঙ্গি ঘাঁটিগুলিতে শুক্রবার রাত থেকে হামলা শুরু করে পাকিস্তান। পাক মিডিয়া সূত্রে জানা গেছে, পাক-আফগান সীমান্তের কাছে জামাত-উল-আহরারের জঙ্গি ঘাঁটিই মূল টার্গেট ছিল পাকিস্তানের। এদিকে পাকিস্তানের দাবি, এখনও পর্যন্ত তাদের হামলায় ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল