ভারতের রাজধানী দিল্লিকে লন্ডন বানিয়ে দেবার প্রতিশ্রুতি দিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে একটাই শর্ত, পুরসভা নির্বাচনে দিল্লিতে ক্ষমতায় আনতে হবে আম আদমি পার্টিকে। বিধানসভায় ৭০ টির মধ্যে ৬৭ আসন নিয়ে ক্ষমতায় এসেছে আদমি পার্টি। কিন্তু তারপরেও কেজরিওয়াল বলেন, ‘ক্ষমতায় এসেও শহর সাজানো ও দৈনন্দিন পরিষেবা দেওয়ার কাজটা ঠিকভাবে করা যাচ্ছে না। কারণ, এটা কর্পোরেশনের দায়িত্ব।’
চলতি বছরের এপ্রিলেই দিল্লির ২৭২ ওয়ার্ডে নির্বাচন। এখন থেকেই প্রচারে নেমে পড়লেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কংগ্রেস বা বিজেপি যারাই ক্ষমতায় এসেছে, রাজ্যের উন্নয়ন তাদের কাছে গুরুত্ব পায়নি। তারা ব্যস্ত থেকেছে অন্য কাজে। ওরা বলে, কেজরিওয়াল খালি লড়াই করে। হ্যাঁ, ওরা ঠিকই বলে। আমি লড়াই করি। কিন্তু আমি আমার স্ত্রী বা মেয়ের জন্য লড়াই করি না। আমি চিৎকার করি আপনাদের জন্যই। আপনারাই বলে দিন, আমি এই লড়াই করব নাকি করব না?"
এ সময় তিনি দাবি করেন, "বিজেপি ও কংগ্রেসশাসিত রাজ্যগুলোর দিকে তাকান। সেখানে বিদ্যুতের মাশুল কত বেশি। বারেবারেই সেই দাম বাড়ে। আমরা ক্ষমতায় আসার পর বিদ্যুতের দাম বাড়তে দিইনি। আমরা যা পেরেছি, অন্যান্য রাজ্যগুলি তা পারছে না কেন? ঠিক তেমনই স্থানীয় প্রশাসনেও নজর দেওয়া দরকার। শহরকে পরিচ্ছন্ন রাখা মূলত তাদের কাজ। কথা দিলাম, যদি আপ ক্ষমতায় আসে, এই শহরকে লন্ডনের সঙ্গে তুলনা করা হবে।"
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১