রোগী নিয়ে যাওয়ার সময় থাইল্যান্ডের ব্যাংককে ভারতের মেদান্তা হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা ২৪ ৭ এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, দিল্লি-ব্যাংকক-দিল্লি রুটের ওই বিমানটি থাইল্যাণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। রোগীর সঙ্গে ছিল পাঁচজন ক্রু মেম্বার। ট্যুইটের মাধ্যমে প্রথম এই সংবাদ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার কার্য শুরু হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন বিমানটির পাইলট অরুণাক্ষ নন্দীর।
এছাড়া গুরুতর আহত হয়ে আইসিএউ-তে ভর্তি রয়েছেন ডাক্তার শৈলেন্দ্র ও ডাক্তার কমল। বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিমানটি দিল্লির চার্টার বিমান সংস্থা এয়ার চার্টার সার্ভিসের ছিল এবং দিল্লি থেকে সোমবার রাত ৮.৪২ নাগাদ থাইল্যান্ডের উদ্দেশ্যে রহনা দিয়েছিল।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল