ইকুইডোরের রাজধানীর বাইরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ১১ জন নিহত ও আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
জরুরি বিভাগের কার্যালয় থেকে টুইটারে বলা হয়, ‘গুয়াইলামাম্বায় এই দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত অবস্থায় ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।’
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ইকুয়েডোরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্কুলবাসের সঙ্গে দূরপাল্লার বাসের সংঘর্ষে অন্তত ২০ জনের প্রাণহানি ও ১৭ জন আহত হন।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/এনায়েত করিম