সৌদি আরবের রাজধানী রিয়াদে পুলিশের গুলিতে ইসলামিক স্টেট (আইএস) এর এক সন্দেহভাজন সদস্য নিহত হয়েছে। আজ বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পুলিশকে টেলিফোনে জানান হয় রিয়াদের আল-রায়ান এলাকার একটি অ্যাপার্টমেন্টে ওই সন্দেহভাজন লোকটি অবস্থান করছে এবং সে সেখান থেকেই জঙ্গি গোষ্ঠীটির প্রতি ‘তার সমর্থন জানাচ্ছিল’।
মন্ত্রণালয় আরও জানায়, ‘লোকটি তার সঙ্গে থাকা বন্দুক নেড়ে গ্রেফতারে বাধা দিচ্ছিলো। বাধ্য হয়ে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়।’
এ সময় অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ সালের শেষ দিক থেকে চরমপন্থী জিহাদি সংগঠন আইএস সুন্নী শাসিত সৌদি আরবে বেশ কয়েকটি বন্দুক ও বোমা হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে। হামলাগুলোতে বেশ কয়েকজন প্রাণ হারায়।
আইএস নেতা আবু বকর আল-বাগদাদী সৌদি আরবের বিরুদ্ধে হামলার আহ্বান জানিয়েছেন।
সিরিয়া ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যে জোট জিহাদি গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করছে সৌদি আরব তার অন্যতম সদস্য।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/এনায়েত করিম