বিধ্বংসী বিমান হামলায় সিরিয়ায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সিরিয়ার রাকা শহরে। নিহতের মধ্যে ছয়জন শিশু রয়েছে বলে ইয়েমেনের মানবাধিকার সূত্রে জানানো হয়েছে।
সিরিয়ার ওই অঞ্চলে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনে থাকা যুদ্ধবিমানগুলি। এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। এই যুদ্ধবিমানগুলি আইএস জঙ্গি সংগঠন দমনের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ব্যবহার করত বলে জানা যায়। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার