জার্মানির ডসেলডর্ফ’র প্রধান রেলস্টেশনে ধারালো কুঠার হাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থকে দুই জনকে আটক করেছে। তবে ধারণা করা হচ্ছে হামলাকারীদের আরও কেউ ঘটনাস্থলের আশেপাশেই সকলের মধ্যে মিশে রয়েছে।
স্থানীয় সময় রাত নয়টা অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সর্বশেষ খবর পর্যন্ত এই ঘটনায় কেউ মারা যায়নি বলে জানা গেছে। তবে আহতদের অবস্থা কতটা মারাত্বক তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে কয়েকজনকে অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসা দিতে দেখা গেছে।
স্টেশনের একজনের বরাত দিয়ে জার্মান সংবাদপত্র বিল্ড জানাচ্ছে, কুঠার হাতে একজন ট্রেন থেকে লাফিয়ে নেমে হামলা চালায়। যারা ট্রেনের অপেক্ষায় ট্রাকে দাঁড়িয়েছিলেন তাদের ওপরই হামলাটি চালানো হয়। পুলিশ ট্রেন স্টেশনটি ঘিরে রেখেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত হয়ে আসছে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২