নেপালে বাস উল্টে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩৬ ব্যক্তি।
শুক্রবার দেশটির কর্মকর্তারা গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।
কৃষ্ণচন্দ্র পোদেল নামে দেশটির এক সরকারী কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ৪শ’ কিলোমিটার পশ্চিমের একটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সামনে নদী থাকায় বাসটি হঠাৎ মোড় নিতে যেয়ে উল্টে প্রায় ৬৫০ ফুট নিচে পড়ে যায়।
তবে স্থানীয় গ্রামবাসী পুলিশ ও সেনাদের সঙ্গে মিলে দ্রুত উদ্ধার কাজ চালিয়ে হতাহতদের নিরাপদে সরাতে সমর্থ হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন