তুরস্কের এক মন্ত্রীর নেদারল্যান্ড সফর নিষিদ্ধ করায় বেজায় চটেছেন প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোগান। তিনি বলেছেন, এই ঘটনার জন্য নেদারল্যান্ডকে কঠিন মূল্য দিতে হবে। এরদোগান নেদারল্যান্ডকে 'বানানা রিপাবলিক' (ছোট্ট গরিব দেশ) বলেও কটাক্ষ করেন।
ইস্তাম্বুলে রবিবার এক অনুষ্ঠানে এরদোগান বলেন, নেদারল্যান্ড যদি বুধবারের নির্বাচনের জন্য ডাচ-তুরস্ক সম্পর্ক ত্যাগ করতে চায়, তাহলে এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম নাৎসিবাদের অবসান হয়েছে। কিন্তু আমার ভাবনা ভুল ছিল। পশ্চিমে নাৎসিবাদ এখনও সক্রিয় রয়েছে।'
গত শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুকে বহনকারী বিমান নেদারল্যান্ডে নামতে দেওয়া হয়নি। এরপর মহিলা বিষয়কমন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া গাড়িতে করে রটেরডাম সফরের সিদ্ধান্ত নেন। কিন্তু কায়ার সফরেও নেদারল্যান্ড নিষেধাজ্ঞা আরোপ করে।
এ ঘটনায় নেদারল্যান্ডের আচরণকে 'লজ্জাজনক' আখ্যা দিয়ে দেশটির কঠোর সমালোচনা করেন এরদোগান। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে নেদারল্যান্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ