যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে নিজের ঘরের স্টিলের বাক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তাকে হত্যার পর মরদেহ গোপন করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সুচিত্রা দেবনাথ ওই গ্রামের বাসিন্দা তপন দেবনাথের স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রাকে জীবিত অবস্থায় দেখা যায়। তার স্বামী তপন দেবনাথ সকাল সাড়ে ৬টায় যশোর শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুর ১২টার দিকে তিনি ফিরে এসে স্ত্রীকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি প্রতিবেশীদের জানান।
রাত পর্যন্ত খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের ভেতরে কাপড় রাখার একটি স্টিলের বাক্স খুলে তপন দেবনাথ তার স্ত্রীর মরদেহ দেখতে পান। মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন ছিল।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান জানান, “স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তপন দেবনাথ তার স্ত্রীকে হত্যা করে নাটক সাজানোর চেষ্টা করেছেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
বিডি প্রতিদিন/আশিক