ইরাকের মসুল শহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আটকেপড়া সদস্যরা মারা পড়বে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র। ইরাকি সেনারা মসুল থেকে বের হবার শেষ রাস্তাটি বিচ্ছিন্ন করবার পর ব্রেট ম্যাকগার্ক এ প্রজ্ঞাপন জারি করেন।
আইএসবিরোধী আক্রমণে সমন্বয়ের দায়িত্ব পালন করা ম্যাকগার্ক বলেন, ‘মসুলে যেসব যোদ্ধা (আইএস) আটকা পড়েছে, তাদের সেখানেই মরতে হবে। কারণ, তারা ফাঁদে পড়েছে। আমরা শুধু মসুলে তাদের পরাজিতই নয়, বরং কেউ যেন পালাতে না পারে তা নিশ্চিত করতেও প্রতিজ্ঞাবদ্ধ।’
২০১৪ থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে জিহাদিরা দখল নেয়। গত কয়েকমাসে ইরাকি সেনারা এরবেশ কিছুটা পুনরুদ্ধার করতে সক্ষম হন। আইএস-বিরোধী এই অভিযানে যুক্তরাষ্ট্র সবরকমের সাহায্য করছে। ইরাকি বাহিনী বলছে তারা মসুলের উত্তর অংশের তিন ভাগের একভাগ নিয়ন্ত্রণ করছে। সর্বশেষ মসুলে যাতায়াতের শেষ পথটিও বন্ধ করে দেওয়া হয়। আর তারই পরিপ্রেক্ষিতে ব্রেট ম্যাকগার্ক এই বক্তব্য দেন।