বিজেপির জাতীয় মুখপাত্র শাইনা এনসিকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে মুম্বইয়ের সাইবার অপরাধদমন শাখার গোয়েন্দারা। আর সবচেয়ে অবাক করা বিষয় হল জয়ন্তকুমার সিং নামে ওই বিজেপিকর্মী উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা।
শাইনা জানিয়েছেন, ‘নিজের সম্মানের খাতিরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। এসব ক্ষেত্রে নারীরা অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন। পুলিশের কাছে যেতেও সংকোচবোধ করেন। তবে আমি চাই, সবাই এধরনের পরিস্থিতির মোকাবিলা করতে এগিয়ে আসুক।’
শাইনার অভিযোগের ভিত্তিতে ওই বিজেপিকর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং আইটি আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে শাইনা পুলিশকে জানান, হোয়াটসঅ্যাপ মারফত প্রচুর অশালীন মেসেজ পাঠানো হয়েছিল তাকে। সেই মোবাইল নম্বরটিও পুলিশকে জানিয়েছেন তিনি।
এর আগে একই রকম আরও একটি ঘটনায় শিব সেনা ও এনসিপি নেত্রীকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে মুম্বাইয়ের ভিলে পার্লে থানার পুলিশ জলগাঁও থেকে একজনকে গ্রেফতার করেছে।
সূত্রঃ সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০