ক্রিকেটার, কমেডি শোয়ের বিচারক আর সর্বষেশ রাজনীতিবিদ। নভজ্যোৎ সিং সিধুর ক্যারিয়ার এভাবেই এগিয়ে চলছে। পাঞ্জাবের নির্বাচনে জেতার পরে মন্ত্রিসভার সদস্যও হয়েছেন। কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছেন, মন্ত্রী হলেও কমেডি করা থামাবেন না তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিধু বলেন, "টেলিভিশনে কমেডি শো করা ছাড়বেন না। এর ফলে সরকারি কাজকর্মে কোনও সমস্যা হবে না বলে। যারা আমাকে ছ’–ছ’বার নির্বাচিত করেছেন, সেই ভোটারদের যদি কোনও সমস্যা না থাকে, তবে এ নিয়ে এত কথা হচ্ছে কেন?"
পাঞ্জাব ভোটের ঠিক আগে বিজেপি থেকে কংগ্রেসে এসেছেন সিধু। তাই সিধুর সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা। আম আদমি পার্টির বিধায়ক এইচ এস ফুলকা বলেছেন, "তিনিও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যথেষ্ট উপার্জন করছিলেন। কিন্তু রীতিমতো চালু প্র্যাকটিস ছেড়ে পঞ্জাবের হয়ে কাজ করতে এসেছেন তিনি। সিধুর কাছ থেকেও সেটাই কাম্য। অমৃতসরের সাংসদ থাকার সময়েও সিধুর নিজের কেন্দ্রের দিকে বিশেষ নজর ছিল না।"
সূত্রঃ আজকাল।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৩