এশিয়া সফরের শেষাংশে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন চীনে পৌঁছেছেন। টিলারসনের এই সফরকালে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইস্যুটিই প্রাধান্য পেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ধরণা করা হচ্ছে, টিলারসনের কাছে চলতি মাসের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতির স্থাপনের বিরুদ্ধেও চীন তার বক্তব্য তুলে ধরবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম চীন সফর।
এদিকে শুক্রবার টিলারসন পিয়ংইয়ংকে সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া বা মার্কিন বাহিনীর প্রতি যদি কোনো ধরনের হুমকি আসে, তবে সামরিকভাবে এর জবাব দেয়া হবে। উত্তর কোরিয়া ‘খুব খারাপ আচরণ করছে বলে টুইট করে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিডি প্রতিদিন/এ মজুমদার