গাজা উপত্যকা থেকে আজ শনিবার সকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী একথা জানায়।
এদিকে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী জানায়, ইসরাইলি বাহিনী তাদের সীমান্তবর্তী বেইত লাহিয়ায় ফিলিস্তিনের হামাস শাসকের একটি পর্যবেক্ষণ ফাঁড়িতে ট্যাংক হামলা চালায়।
পাল্টাপাল্টি হামলার কোনোটিতেই কেউ হতাহত হয়নি। তবে ট্যাংক হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও রকেট হামলার বিষয়ে তারা বিবৃতি দিয়েছে।
ইসরাইলের বিবৃতিতে বলা হয়, আজ সকালে গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালানো হলে এটি একটি ফাঁকা এলাকায় আঘাত হানে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত মাসে একই ধরনের রকেট হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। এতে চার ফিলিস্তিনি নাগরিক আহত হন।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৭/এনায়েত করিম