গণিতের ভালো ছাত্র ছিলেন তিনি৷ গাড়োয়াল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন৷ আবার উগ্র হিন্দুত্ববাদেও বিশ্বাসী৷ বারবার তার মন্তব্যকে ঘিরে বিতর্কে জড়িয়েছে বিজেপি৷ সেই যোগী আদিত্যনাথকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছেন নরেন্দ্র মোদি৷
উত্তরপ্রদেশের গোরখপুর থেকে নির্বাচিত সাংসদ যোগী আদিত্যনাথ৷ রাজ্য বিধানসভার নির্বাচনের মাঝেই তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র রোষ উগরে দিয়েছিলেন৷ তবে ফল বেরোতেই তাকে চুপ থাকতে দেখা গিয়েছিল৷ সূত্রের খবর, উগ্র হিন্দুত্ববাদী এই বিতর্কিত নেতাকেই মুখ্যমন্ত্রীর পদে বসানো হচ্ছে৷
আদিত্যনাথের হাতে ক্ষমতা যাওয়া মানে উত্তরপ্রদেশে রামমন্দির তৈরির মতো বিতর্কিত সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে হাঁটছে বিজেপি৷ যদিও নির্বাচনী এজেন্ডায় এই বিষয়টি সবার শেষেই রেখেছিলেন দেলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷
বিপুল জয়ের পর সাংবাদিক সম্মেলনে বারবার তার কাছে রাম মন্দির বিষয়ে বিজেপির অবস্থান জানতে চাওয়া হয়েছিল৷ সরাসরি উত্তর না দিয়ে অমিত শাহ জানিয়েছিলেন, যা বলার সব নির্বাচনী প্রচার পুস্তিকায় বলা হয়েছে৷ এতে বিজেপি বলেছে, আইনগত পরিসরে থেকেই রামমন্দির তৈরির পথে হাঁটবে দল৷
যোগী আদিত্যনাথ এসব বোঝেন না৷ তিনি চান যে করেই হোক অযোধ্যার মাটিতে রামমন্দির তৈরি করতে৷ ফলে তাঁর মন্তব্য ঘিরে আগেই আশঙ্কা দেখা দিয়েছে দেশের সংখ্যালঘু মুসলিম সমাজের মধ্যে৷
বিশেষজ্ঞদের ধারণা, যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর ইঙ্গিতে ধরা পড়ছে রামমন্দির গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে চায় বিজেপি৷ সেক্ষেত্রে গণিতের এই ভালো ছাত্রের ঝুলিতে থাকা সূত্র ধরেই এগিয়ে যাবে বিজেপি৷
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮