হোয়াইট হাউস প্রাঙ্গণে এবার গাড়ি চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে বোমাতঙ্ক ছড়িয়েছেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে আটক করা হয়। হোয়াইট হাউসের চারপাশজুড়ে নেওয়া হয় বাড়তি সতর্কতা।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, শনিবার (১৮ মার্চ) হঠাৎ করে রাত ১১টার কিছু পরে এক ব্যক্তি গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের চেক পয়েন্টে পৌঁছে যান। গাড়িতে বিস্ফোরক ডিভাইস রয়েছে বলেও দাবি করেন তিনি। পরে কালো রংয়ের গাড়িটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। ফ্লোরিডা হাউসে তিনি উইকএন্ড কাটাচ্ছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গাড়িতে আসলে বিস্ফোরক ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি, তবে এরপর হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শনিবার রাত ১১টা ৫ মিনিটের দিকে হোয়াইট হাউস চেক পয়েন্ট থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। এজেন্টরা তার গাড়িকে সন্দেহমূলক ঘোষণা করে। তবে ওই ব্যক্তি বিস্ফোরক ডিভাইস থাকার দাবি করেছিলেন কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, গত দুই সপ্তাহে এটি হোয়াইট হাউসে তৃতীয় অনুপ্রবেশের চেষ্টা। গত ১১ মার্চ এক ব্যক্তি হোয়াইট হাউসের তিনটি নিরাপত্তাবেষ্টনী টপকে মূল ভবনের কাছে পৌঁছে যান। সেখানে ১৬ মিনিট অবস্থান করার পর আটক হন ওই তরুণ। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন।
এরপর শনিবার সকালের দিকে আরেক অনুপ্রবেশকারী হোয়াইট হাউসের বাফার জোনে থাকা একটি সাইকেল র্যাকের ওপর দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করে ব্যর্থ হন। আর সর্বশেষ শনিবার রাতে গাড়ি নিয়ে আরেক ব্যক্তি বোমাতঙ্ক তৈরি করল।