উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। রবিবার লখনউ’এর কঁশিরাম স্মৃতি উপবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাম নায়েক। এদিন যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার সময় স্লোগান ওঠে, 'বন্দে মা তরম, জয় শ্রী রাম'।
মোট ৪৫ জন মন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে ২২ জন ক্যাবিনেট মন্ত্রী। বাকিরা প্রতিমন্ত্রী। দুই জন উপমুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। এরা হলেন কেশবপ্রসাদ মৌর্য ও দীনেশ শর্মা। নতুন মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মুখ মহসিন রাজা। তিনি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাবেক জাতীয় ক্রিকেটার চেতন চৌহানও এবারের মন্ত্রিসভায় রয়েছেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কিছু দিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রীতা বহুগুণা। তাকেও মন্ত্রী করা হয়েছে।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, টেলিকম মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, বিজেপি সভাপতি অমিত শাহ, ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং, মধ্যপ্রদেমের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম. চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব প্রমুখ। শপথ গ্রহণের পরই নতুন মন্ত্রিদের নিয়ে বৈঠকে বসেন আদিত্যনাথ।
৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে ৩১২ টি আসন পেয়ে রাজ্যটির ক্ষমতায় আসে বিজেপি। যদিও এই নির্বাচনে কাউকে সেভাবে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করা হয়নি দলের তরফে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ