সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রতি সমর্থনকারী কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাকে নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লা বিরোধী অভিযান চলাকালীন ফের সিরিয়ার সেনা বাধা দিলেই ধ্বংস করা হবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এমন হুমকির পরই আন্তর্জাতিক মহল সরগরম। ধারণা করা হচ্ছে, সীমান্ত আইন লঙ্ঘন করেই ফের সিরিয়া ভূখণ্ডে ঢুকতে চলেছে ইজরায়েলি বিমান বাহিনী। তাদের লক্ষ্য কট্টরপন্থী সংগঠন হিজবুল্লার ঘাঁটি।
জানা যায়, লেবাননের এই সংগঠনটি সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি অংশ নিয়েছে। হিজবুল্লা সমর্থন করছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে। সংগঠনটি চরম ইসরায়েল বিরোধী হিসেবেই পরিচিত। সেই কারণে গত সপ্তাহে সিরিয়ার সীমান্ত পার করে ইসরায়েলের বিমান বাহিনী হিজবুল্লা সংগঠনের ঘাঁটিতে আঘাত করেছিল। সেই সময় ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তাদের বাধা দেয় সিরিয়ার সেনা।
এরপর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তাদের একটি যুদ্ধবিমানকে রকেট ছুড়ে ধ্বংস করেছে সিরিয়া। পাল্টা সিরিয়ার অভিযোগ, ইসরায়েলের বিমান তাদের ভূখণ্ডে বোমা হামলা চালিয়েছে। দু'পক্ষের যুক্তি পাল্টা যুক্তিতে আলোড়িত হয়েছে আন্তর্জাতিক মহল। এবার সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার হুমকি দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করল ইজরায়েল। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার