ভারতের তামিলনাড়ু রাজ্যের থেনি জেলার কোন্দালাঙ্গুপ্পম অঞ্চলের জঙ্গলে একটি ঝোপের কাছে ২০টি ময়ূরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে একসঙ্গে এতগুলি ময়ূরের মৃত্যু হল, সে বিষয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে অবৈধ শিকারিদের। ধারণা করা হচ্ছে, পালকের লোভে ময়ূরগুলোকে বিষ খাইয়ে মেরেছে তারা। ইতিমধ্যে ময়ূরগুলো মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই তাদের মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয় মানুষের দাবি, পুদুচেরি থেকে শিকারিরা অসপ্তাহান্তে তামিলনাড়ুর জঙ্গলে এসে ময়ূর, হরিণ, খরগোশ এবং বিভিন্ন পাখি শিকার করে। বিভিন্ন পানশালা ও রেস্তোরাঁয় এইসব পাখি ও প্রাণীগুলোর মাংস বিশেষ পদ হিসেবে বিক্রি হয়। সেই কারণেই হয়তো এই ময়ূরগুলিকে হত্যা করা হয়েছে।
বন্যপ্রাণ রক্ষা আন্দোলনকারীরা অবশ্য এই ঘটনায় স্থানীয় কৃষকদের সন্দেহ করছেন। তাঁদের দাবি, চাষের খেতে ময়ূরের উৎপাত বন্ধ করার জন্য বিষ মেশানো চিনাবাদাম ছড়িয়ে দেওয়া হয়। সেই বাদাম খেয়েই ময়ূরগুলির মৃত্যু হতে পারে।
তামিলনাড়ুর বন বিভাগ ও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ, তামিলনাড়ু অবৈধ শিকার বন্ধ করার উদ্যোগ নিলেও পুদুচেরির বন বিভাগ নিষ্ক্রিয়। রাজনৈতিক যোগ থাকায় শিকারিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না। পুদুচেরিতে ময়ূরের পালক দিয়ে তৈরি বিভিন্ন শৌখিন জিনিসপত্র বিক্রি হয়। সেটা বন্ধ করার জন্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বন্যপ্রাণ রক্ষা আন্দোলনকারীরা। কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্র: এবিপি আনন্দের।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৭/মাহবুব