ভারতের উত্তরপূর্বের মণিপুর রাজ্যের টানা ১৩৮ দিনের অর্থনৈতিক অবরোধ শেষ হল৷ তিন মাসের বেশি সময় ধরে চলা এই অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে রাজ্যটি৷ নতুন সরকার হিসেবে বিজেপি ক্ষমতায় আসতেই অবরোধকারী ইউএনসি-এর সঙ্গে আলোচনা শুরু হয়৷ রবিবার সেনাপতি জেলায় নাগা নেতৃত্ব ও সরকারি প্রতিনিধিদের বৈঠক হয়েছে৷ এরপরেই টানা অবরোধ কর্মসূচি থেকে সরে আসার কথা ঘোষণা করে ইউএনসি৷ ফলে সোমবার থেকে জনজীবন ফের সচল মণিপুরে৷ খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেনের।
জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে মণিপুরে ৭টি জেলা তৈরি ঘিরেই সমস্যা কেন্দ্রীভূত হয়৷ তখন রাজ্যে ছিল কংগ্রেস সরকার৷ মুখ্যমন্ত্রী ছিলেন ইবোবি সিং৷ তার নির্দেশে তৈরি হওয়া ৭টি জেলা গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর৷
ইউনাইটেড নাগা কাউন্সিলের দাবি, নতুন জেলা গঠনের ফলে নাগা সম্প্রদায়ের মানুষ জমিহারা হবেন। অবস্থান শক্ত করে তারা অবরোধ শুরু করে দেন৷ আন্দোলন হিংসাত্মক হয়ে পড়ে৷ নাগা ও মেইতেই মণিপুরি গোষ্ঠী সংঘর্ষ হয়৷ অবরোধের জেরে উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মণিপুর৷
পরিস্থিতি এমন দাঁড়ায় যে, হাসপাতালে অক্সিজেন ও ওষুধ সরবরাহে টান পড়ে৷ তারই মাঝে জঙ্গি হামলায় পরিস্থিতি আরও গুরুতর আকার নেয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান বিপিন রাওয়াত মণিপুর পরিদর্শন করেন৷ কিন্তু অবস্থার উন্নতি হয়নি৷ নাগা নেতৃত্বদের গ্রেফতার করে রাজ্য সরকার৷
টানা কংগ্রেস শাসনের পর এবার মণিপুরে বিজেপি সরকার৷ মুখ্যমন্ত্রী হয়েছেন এন বীরেন সিং৷ সরকারের সঙ্গে আলোচনার পর ইউএনসি সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমরা নতুন জেলা তৈরির বিরোধিতায় অনড়৷ সরকার সেই অবস্থান বিবেচনার ইঙ্গিত দিয়েছে৷ সেই কারণে অবরোধ তুলে নেওয়া হচ্ছে৷
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫