ট্রাম্প চীন সফরের চিন্তা করছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফর করতে চান বলে টিলারসন জানিয়েছেন। চীন সফরের মধ্য দিয়ে টিলারসন তার প্রথম এশিয়া সফর শেষ করেছেন।
টিলারসন গতকাল রবিবার বেইজিংয়ে গ্রেট হল অব দি পিপলে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এ সময় চীনা প্রেসিডেন্ট বলেন, টিলারসনের সঙ্গে বৈঠকে ভালো অগ্রগতিতে তিনি খুশি। শি জিনপিং বৈঠকে বলেন, তিনি অনেকবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। আমরা আশা করি দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের উন্নতি ঘটাতে পারবো। খবর বিবিসির।
বিডি প্রতিদিন/এ মজুমদার