কেনিয়ার গ্রামীণ এলাকায় গবাদিপশুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১০ জন।
ইসিওলো শহরের পুলিশ প্রধান চার্লেস ওন্তিতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার কেনিয়ায় মধ্যাঞ্চলীয় কোমে বোরানা ও সাম্বুরু গোষ্ঠীর রাখালদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। উভয় দলই সেখানে তাদের গবাদি পশুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে। তিনি আরো বলেন, উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষে ১০ জন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আরো কর্মকর্তাদের মোতায়েন করেছি।
উল্লেখ্য, দেশটির পশ্চিমাঞ্চলীয় বারিঙ্গোর মুকুতানি এলাকায় ইলচামুস ও পোকোত গোষ্ঠীর রাখালদের মধ্যে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর সর্বশেষ এই হতাহতের ঘটনা ঘটল।