মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিনল্যান্ডে বৈঠক করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ব্যাপারে পুতিন জানিয়েছেন, ফিনল্যান্ডে আর্কটিক জাতিগুলোর পরবর্তী শীর্ষ সম্মেলনে এ ধরনের একটি সাক্ষাতের জন্য তিনি প্রস্তুত রয়েছেন। এমনকি এ ধরনের বৈঠক আয়োজনের জন্য ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি একটি উপযুক্ত স্থান বলেও তিনি মনে করেন।
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আরখাংগেলস্কে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল আর্কটিক ফোরামে দেয়া এক বক্তৃতায় পুতিন এসব কথা বলেন।
চলতি বছরের গোড়ার দিকে ফিনিশ প্রেসিডেন্ট সৌলি নিনিস্তো বলেছিলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আর্কটিক জাতিগুলোর শীর্ষ সম্মেলন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে প্রথম সাক্ষাতের উপযুক্ত ভেন্যু হতে পারে।
এ সম্পর্কে পুতিন আরো বলেন, যদি এ সাক্ষাৎ হয় তাহলে তিনি ওই সম্মেলনে অংশগ্রহণ করে আনন্দিত হবেন। যদি তা না হয় তাহলে জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশেও সে সাক্ষাৎ হতে পারে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল