ভারতের অরুণাচল প্রদেশে দলাই লামাকে আসতে দিয়ে ভুল করছে দেশটি। এই কারণে ভারতকে ফের হুঁশিয়ারি করে দিল চিন। সেই সঙ্গে এতে করে দ্বিপাক্ষিত সম্পর্কের আরও অবনতি হবে বলে জানিয়েছে বেইজিং।
চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র লু ক্যাং ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অরুণাচল সীমান্তে দলাই লামার প্রবেশের তীব্র বিরোধিতা করছে চীন, পুরো ঘটনায় ভারতের ভূমিকা নিয়েও চিন্তাভাবনা করছেন তারা।
চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে গত কয়েকমাসে ভারতের সঙ্গে চীনের সম্পর্কে অবনতি হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর দিয়ে এর রাস্তা তৈরি করার প্রবল বিরোধিতা করেছে ভারত। এই নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বৈঠক করেছে ভারত। তাতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পাশে দাঁড়িয়েছে ভারতের। এমনকী পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই অংশ তা স্পষ্ট করে দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। তবে তা নিয়ে বিশেষ চিন্তা করতে নারাজ বেইজিং। সেই সঙ্গে রাস্তা তৈরিতে কোনও প্রভাব পড়বে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা।
তবে দলাই লামাকে নিয়ে ভারতের অবস্থান মানতে নারাজ চীন। অরুণাচলে কোনও ভাবেই তিব্বতী ধর্মগুরু দলাই লামার প্রবেশ মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা। চীনকে শায়েস্তা করতে এটা ভারতের চাল বলেও মনে করছে কূটনৈতিক মহল।
৪ থেকে ১৩ এপ্রিল অরুণাচলে থাকার কথা দলাই লামার। অরুণাচলের একটি অংশকে নিজের বলে দাবি করে চীন। দলাই লামা অরুণাচলে গেলে সেখানকার পরিস্থিতি আরও উত্তেজক হবে বলে দাবি করেছেন চীন। এই দ্বিতীয়বার দলাই লামাকে নিয়ে ভারতের অবস্থানের বিরোধিতা করল চীন।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩