অভিনব এক পদ্ধতিতে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানিয়েছে মেক্সিকোর একটি আঞ্চলিক সংবাদপত্র। পত্রিকাটির নাম ‘নর্তে দে সিউদ্যথ কুয়ারেজ’, কিছুদিন আগে নামের ওই পত্রিকার একজন সংবাদকর্মী খুন হন। আর এ ঘটনা ও দেশব্যাপী সংবাদকর্মীদের ওপর চলমান নির্যাতন, হত্যা এবং এসব ঘটনার বিচার না পাওয়ার প্রতিবাদে পত্রিকার প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার পত্রিকাটির সবশেষ সংস্করণ বের হয়, ওই সংস্করণের সম্পাদকীয় নোটে বলা হয়, ‘এটাই সম্ভবত পত্রিকাটির সবশেষ ছাপা সংস্করণ।’ তবে প্রকাশনা বন্ধ হলেও অনলাইনে কার্যক্রম চালিয়ে যাবে স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয় জনপ্রিয় এ পত্রিকা।
সম্পাদক অস্কার কান্টু বলেন, ‘এখানে সমালোচনামূলক সাংবাদিকতা করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে কেউ আপনার জীবনের নিরাপত্তা দেবে না। জীবনে সব কিছুরই শুরু আর শেষ আছে। সবকিছুর জন্যই মূল্য দিতে হয়। তবে সেই মূল্য যদি হয় মানুষের জীবন, তবে আমি আমার সহকর্মীদের হারাতে চাই না। নিজেও মরতে চাই না।’
গত মার্চে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান এ পত্রিকার নারী সাংবাদিক মিরোস্লোভা ব্রিচ। দেশটিতে সংগঠিত অপরাধী চক্র ও রাজনীতিকদের যোগসাজশ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন এ নারী। ওই প্রতিবেদন আঞ্চলিক এ পত্রিকার পাশাপাশি জাতীয় একটি পত্রিকাতেও প্রকাশিত হয়। তার মৃত্যুর পরেই পত্রিকাটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, মেক্সিকোতে সাংবাদিকদের জন্য কাজ করা দিন দিন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানায়, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে পেশাগত কারণে খুন হয়েছেন ৩৫ জন সাংবাদিক। একই সময়ে আরো ৫০ জন সাংবাদিকের খুনের কারণ জানা যায়নি। নির্যাতনের শিকার হয়েছেন আরো অনেক সাংবাদিক। ব্রিচ ছাড়াও গত মার্চে দেশটিতে আরো ২ জন সাংবাদিক খুন হন।
সূত্র: বিবিসি