বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা শনিবার তার অরুণাচল প্রদেশ সফর প্রসঙ্গে চিনের তীব্র সমালোচনা করছেন। ৮১ বছরের এই নোবেল বিজয়ী জানান, চীন তার এই সফরকে রাজনৈতিক সফর বলে আখ্যায়িত করাতে তিনি অবাক নন। কারণ এটাই চীনের চরিত্র।
তাওয়াংকে এখনও নিজেদের বলে ভাবে বেজিং। এই প্রসঙ্গেই দালাই লামা এদিন বলেন, “আমার ধর্মীয় সফরের গায়ে রাজনতিক রং লাগাচ্ছে চীন৷ কারণ এটাই ওদের স্বভাব৷ চীনা কর্মকর্তারা আমার সঙ্গে থাকলে তাঁদের আমি দেখাতে পারতাম এই সফরে আমি কী কী করছি।”
এদিকে দালাই লামার অরুণাচল সফর নিয়ে গত কয়েকদিন ধরেই একের পর এক হুমকি দিয়েছে চীন৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভারতের বিদেশ মন্ত্রালয় ও স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে এক প্রকার কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তিব্বতি ধর্মগুরুর অরুণাচলে যাওয়া ধর্মীয় সফর। ভারত এই বিষয়ে কোনও বিতর্ক চায় না। কিন্তু বেইজিং সরাসরিই দালাই লামার অরুণাচল সফর বাতিল করার দাবি তুলেছে।
চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র হুয়া চুনইয়াং সাংবাদিকদের বলেন, “বিতর্কিত অরুণাচলে দালাই লামাকে যাওয়ার অনুমতি দিয়ে ভারত জেদ দেখিয়েছে৷ ঝুঁকি নিয়েছে ভারত৷ এর জেরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে।”
এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র গোপাল বাগলে বলেন, “ভারত ওই নীতিতেই অনড়৷ দালাই লামার সফর পুরোপুরি ধর্মীয়৷ তিনি আগেও বহুবার অরুণাচলে গিয়েছেন৷ তাই এ বিষয়ে রাজনীতির রং চড়ানো হোক বা কৃত্রিম বিতর্ক তৈরি হোক, তা ভারত চায় না।”
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮