সুইডেনের রাজধানী স্টকহোমে হামলায় ব্যবহৃত লরিতে সন্দেহভাজন ডিভাইসের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। স্টকহোম পুলিশের বরাতে বাংলাদেশ সময় শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ খবর জানা যায়।
এ ব্যাপারে স্থানীয় পুলিশ কমিশনার ড্যান ইলিয়াসন বলেন, লরির চলাকের সিটের পাশে টেকনিক্যাল ডিভাইসটি পাওয়া গেছে।
উল্লেখ্য, স্টকহোমের অন্যতম প্রধান বাণিজ্যিক সড়ক কুইন স্ট্রিটে শুক্রবার (০৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর তিনটার দিকে একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলন্ত লরি ঢুকে চারজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফান লোভেন ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন। পরে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একব্যক্তিকে আটক করা হয়।