পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট ধসে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ধসের ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয় ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, ভবনটির দুইটি ফ্লোর বিধ্বস্ত হয়েছে। গ্যাস লাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ ব্লাসজাক সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় ধ্বংস্তুপের ভেতর আর কারো আটকা পড়ার সম্ভাবনা খুবই কম।’
এদিকে, ওই ভবনে নিবদ্ধিত ১৮ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে।