গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ভারতে সোয়াইন ফ্লু'তে ২৫ জন আক্রান্ত হয়েছেন। তবে প্রকোপ বেড়েছে এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই। গত দু’দিনে ১১ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে। খবর সংবাদ প্রতিদিনের।
খবরে বলা হয়, এ রোগ থেকে রেহাই মেলছে না শিশুদেরও। শরীরে H1N1 ভাইরাস নিয়ে পার্ক সার্কাসের একটি বেসরকারি শিশু হাসপাতালে ভর্তি ১০ মাসের এক শিশু। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে তিন বছরের এক শিশু। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে রয়েছে। কলকাতার কাদাপাড়ার একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি রয়েছেন সোয়াইন ফ্লু আক্রান্ত ৯ জন রোগী। আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাসপাতাল ও রোগীদের নাম গোপন রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মত, প্রতি বছরই সোয়াইন ফ্লু ভাইরাস জিনগত অভিযোজন ঘটিয়ে নতুন অবতারে আবির্ভূত হয়। এবছর কতটা শক্তি নিয়ে এসেছে তা সময়ই বলবে। তবে প্রস্তুতি সেরে না রাখলে বিপদ।
রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিশ্বরঞ্জন শতপথী অবশ্য জানিয়েছেন, সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কের কিছু নেই। দু’ একটা ‘কেস’ বছরভর আসেই। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট ২৫ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তর প্রস্তুত, ট্যামি ফ্লু-র জোগানও পর্যাপ্ত রয়েছে।
গত বুধবারই সোয়াইন ফ্লু-র খবর প্রচার হতেই আতঙ্ক ছড়ায় কলকাতায়। কয়েক বছর আগে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় কার্যত মহামারীর চেহারা নিয়েছিল এই রোগ। তারপর থেকেই আতঙ্কটা তাড়া করছে নগরবাসীকে।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৭/হিমেল