২০১০ সাল থেকে এ পর্যন্ত লন্ডন শহরে ১৮০০-এর বেশি এসিড হামলার ঘটনা ঘটেছে। পূর্ব লন্ডনের ম্যাঙ্গল নামক নাইটক্লাবে গত সোমবার গভীর রাতেও এসিড হামলা করা হয়। এতে ২০ জন আহত হয়। আহতদের একজন দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ডোরসেট কাউন্টির বাসিন্দা সোফি হল।
সোমবার রাতে বন্ধুর ২২তম জন্মদিন উদযাপন করতে ম্যাঙ্গল নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানেই এমন অমানবিক ঘটনার শিকার হন। সোফির মুখ ও কাঁধের কিছু অংশ এসিডে পুড়ে গেছে। ঘটনার পরপরই তাকে এসেক্সের বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এখন পরিবারের সঙ্গে থাকলেও ভয়াল সেই রাতের অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছেন না ২১ বছরের সোফি।
হামলার শিকার হওয়ার পর দেয়া এক সাক্ষাৎকারে সোফি বলেন, 'তখন প্রায় রাত ১টা। সামান্য পরেই আমরা বেরিয়ে যাব ভাবছিলাম। ওই মুহূর্তেই গোলমালের শব্দ শুনতে পাই এবং ক্লাব কক্ষটি ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়া পরিস্কার হয়ে পাওয়ার পরপরই আমাদের উদ্দেশ্যে করে তরল কিছু নিক্ষেপ করা হয়। সেটি সামান্য পরিমাণ এসিড ছিল না। প্রায় ৩০ সেকেন্ড ধরেই এটি আমাদের গায়ে ছুড়ে দেয়া হয়। এতে সবাই আতঙ্কগ্রস্থ হয়ে চিৎকার করা শুরু করে। খুব ব্যথা করছিল, সে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল শরীরের চামড়া নিজেকেই নিজে খেয়ে ফেলছে!'
সূত্র : ডেইলি মেইল
বিডি প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৭/ফারজানা