থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নকে গুলি করার ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জার্মান গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার রাতে এ সংবাদ প্রকাশ করেছে টেলিগ্রাফ।
চলতি মাসের শুরুর দিকে জার্মানির মিউনিখ শহরে সাইকেল চালানোর সময় ওই কিশোর রাজাকে লক্ষ্য করে খেলনা পিস্তল থেকে প্লাস্টিক গুলি ছোড়ে। তবে রাজা তাতে শারিরীকভাবে অক্ষত ছিলেন।
জার্মানির স্থানীয় আইনজীবী টমাস রশার বলেন, গত ১০ জুন একদল সাইকেল আরোহীর সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন রাজা। তাদের লক্ষ্য করেই বাগান কিংবা পাশ্ববর্তী বাড়ির জানালা দিয়ে ওই কিশোর গুলি ছোড়ে। ওই সময় তার সঙ্গে ১৩ বছরের আরও একজন কিশোর ছিল। গুলিতে রাজা কিংবা তার সঙ্গে থাকা সাইকেল আরোহীদের কেউ আহত হননি।
বিডি প্রতিদিন/২২ জুন, ২০১৭/ফারজানা