বিশ্বের বিভিন্ন দরিদ্র ও উন্নয়নশীল দেশ থেকে প্রতিদিন শত শত নারী গৃহকর্মী কাজ নিয়ে সৌদি আরবে যান। এদের বড় অংশই নামেন রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিবিসির বাংলার খবর, বিমানবন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রিয়াদ এয়ারপোর্ট কোম্পানি সম্প্রতি একটি সেবা চালু করেছে। সেই সার্ভিসের আওতায় বিমান থেকে গৃহকর্মীদের যার যার মনিবের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ফলে কষ্ট করে আর গৃহকর্মীদের নিতে মনিবদের আর বিমানবন্দরে আসতে হবে না।
কোম্পানি তাদের টুইটার পাতায় ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে বিমানের দরজা থেকে একজন নারী গৃহকর্মী সোজা ঢুকে যাচ্ছেন গৃহকর্তার বাড়িতে। ওই বিজ্ঞাপনে তারা লিখেছে, "আমরা আপনার গৃহকর্মীকে বিমান থেকে নিয়ে সোজা আপনার বাড়ি পৌঁছে দেব।"
কোম্পানিটি নতুন এই সেবার তারা নাম দিয়েছে তাওয়াসালাক। শব্দটির অর্থ -- সে (গৃহকর্মী) আপনার কাছে চলে আসবে।
বিমান থেকে সোজা মনিবের বাড়িতে পৌছেঁ দেয়ার সার্ভিস।
আর এই নামটাই দিয়ে যত বিতর্ক। সোশ্যাল মিডিয়া টুইটারে অনেক সৌদি নাগরিক এই সার্ভিসের সমালোচনা করেছেন। আবার অনেকেই লিখছেন গৃহকর্মীদের পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে।
সমালোচকদের কেউ বলছেন, "গৃহকর্মীদের কি কার্গো হিসাবে দেখা হচ্ছে?" আবারও কেউ বলছেন, গৃহকর্মীরা যাতে বিমানবন্দর থেকে পালিয়ে না যেতে তার জন্যই এই ব্যবস্থা।
খবরে আরও বলা হয়, সৌদি আরবে গৃহকর্মীদের অধিকার, থাকার পরিবেশ নিয়ে নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে। নিয়োগদাতাদের অনুমোদন ছাড়া তারা চাকরি বদলাতে বা কাজ ছেড়ে নিজের দেশে চলে যেতে পারেন না।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৭/মাহবুব