ফের প্যারিসে গাড়ি হামলা। এবার টার্গেট সেনাবাহিনী! ফ্রান্সের প্যারিস শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের লেভালোইস-পেরেট এলাকায় এ হামলা চালানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার এ হামলার ঘটনা ঘটে।এক আততায়ী একদল সৈন্যের উপর গাড়ি তুলে দিয়ে হামলা চালিয়েছে।হামলার ঘটনায় এ পর্যন্ত ছয় সেনা সদস্য আহত হয়েছেন।আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী গাড়ী এবং তার চালককে খুঁজছে পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী।
স্থানীয় মেয়র প্যাট্রিক বলক্যানি জানান, তিনি নিশ্চিত এটি একটি পরিকল্পিত হামলা। আর ফ্রান্সের রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর এ ধরনের হামলার ঘটনা এখন প্রায়শই ঘটছে।
উল্লেখ্য, ফ্রান্সে ২০১৫ সালের নভেম্বর মাসে একযোগে কয়েকটি স্থানে হামলার পর থেকে জরুরি অবস্থা জারি আছে।সেই সময় থেকে এখন পর্যন্ত জঙ্গি হামলায় ২৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিপ্রতিদিন/ ৯ আগস্ট, ২০১৭/ ই জাহান