ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে সিনহুয়াকে জানিয়েছে পুলিশ।
পুলিশের ঊর্দ্ধতন এক কর্মকর্তা জানান, আজ সকালে আগ্রা শহরের পাথাওলির কাছাকাছি দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনার পর বাসের ভেতর থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর বাস দুইটির চালক পালিয়ে গেছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/এনায়েত করিম