মিশরের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২৩ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানায়, শুক্রবার দেশটির আলেকজান্দ্রিয়া শহরে স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বিপরীত দিকের পোর্ট সৈয়দ থেকে আসা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী আহমেদ এমাদ এলদিন জানান, এ ঘটনায় জরুরী তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের জরুরী চিকিৎসা দিতে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫১ জন নিহত হন। ২০১৩ সালেও একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত হন।
সূত্র: সিএনএন ও বিবিসি
বিডিপ্রতিদিন/ ১২ আগস্ট, ২০১৭/ ই জাহান