কুখ্যাত আল কায়দা জঙ্গি জাকির মুসার সন্ধানে বিগত কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। অবশেষে জম্মু-কাশ্মীরের ট্রাল সেক্টরে তার হদিশ পাওয়া গেছে।
ভারতীয় সেনা সূত্রে খবর, মুসা ও তার সঙ্গীরা নুরপুরার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। ইতিমধ্যে এই আল কায়দা জঙ্গিকে ঘায়েল করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। চলছে তল্লাশি। চারদিক থেকে সেনা ঘিরে ফেলায় ইতিমধ্যে কোনঠাসা সে।
তবে সেনার হাত থেকে তাকে বাঁচাতে রাস্তায় নেমে পড়েছে পাথর নিক্ষেপকারীরা। পাথর ছুঁড়ে সেনা অভিযানে ব্যাঘাত ঘটিয়ে মুসাকে পালিয়ে যেতে সাহায্য করছে তারা। সম্প্রতি কাশ্মীরের আল কায়দা প্রধান মুসাই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এমনকী হুরিয়ত নেতাদের গলা কেটে ঝুলিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল।
এদিকে, সীমান্তে ফের একবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার। শনিবার সকালে জম্মু-কাশ্মীরের মেন্ধর সেক্টরে বিনা প্ররোচনায় সীমান্তের ওপার থেকে গোলাগুলি বর্ষণ করতে থাকে পাকিস্তানি রেঞ্জার্সরা। ভারতীয় সেনা ছাউনি এবং সীমান্ত লাগোয়া গ্রামগুলি ছিল তাদের লক্ষ্য। ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ বছর বয়সের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যে পাকিস্তানি সেনাকে পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।
বিডি প্রতিদিন / ১২ আগস্ট, ২০১৭ / তাফসীর