রাখাইন রাজ্যে নতুন করে অভিযান চালাতে মোতায়েনকৃত সেনার সংখ্যা বাড়িয়েছে মিয়ানমার। সেখানকার কিছু এলাকায় কারফিউ জারিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার খবরে বলা হয়েছে, রাখাইন রাজ্যে নতুন করে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাবে মিয়ানমারের সেনাবাহিনী।
আল জাজিরা বলেছে, গত বছর অক্টোবরের অভিযানের সময়ও ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শব্দটি ব্যবহার করেছিল মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে নিরাপত্তা জোরদার এবং বাড়তি সেনা মোতায়েনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি রাখাইন রাজ্যের নির্দিষ্ট কিছু অঞ্চলে কারফিউ জারি হতে পারে বলে জানানো হয়েছে।
অক্টোবরের সেই সেনা অভিযানে রোহিঙ্গারা হত্যা ও ধর্ষণের শিকার হন এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে দাবি করা হয়। তবে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন সরকার রোহিঙ্গা নিপীড়নের যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রসঙ্গত, মিয়ানমার কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের সেই দেশের নাগরিক হিসেবেই স্বীকৃতি দেয়নি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন