বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে জাপানের ওপর দিয়ে আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অঙ্গীকার করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় জাতিসংঘের নিন্দা এবং যুক্তরাষ্ট্রের হুমকির পর বুধবার তিনি এ অঙ্গীকার করেন।
এ ব্যাপারে কিমের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়ার উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল নিছক একটি ‘নাটক মঞ্চস্থ’ মাত্র। পিয়ংইয়ং প্রয়োজনে ভবিষ্যতে আরো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক নিষেধ্জ্ঞা অমান্য করে মঙ্গলবার আরও একটি মাঝারি পাল্লার হোয়াংসং-১২ নামের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ সাড়ে ৫০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ২৭শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।
এদিকে জাপানের সংবাদমাধ্যমে বলা হয়, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে পড়ার আগে প্রায় ১৪ মিনিট জাপানের লোকালয়ের ওপর ছিল। সেজন্য আগেই জাপান সরকারের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংসের কোনো উদ্যোগ নেয়নি জাপান।
জানা যায়, সর্বশেষ ছোড়া এ ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ অঞ্চলের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এদিকে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র রোদোং সিনমুন বুধবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২০টিরও বেশি ছবি প্রকাশ করেছে।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ