যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন ‘ইরমা’য় এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর জানা গেছে।
‘প্রাণঘাতী‘ এ সামুদ্রিক ঝড়টি রবিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ফ্লোরিডার দ্বীপাঞ্চলে আঘাত হানে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার।
গত ৩০ আগস্ট আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ ৫ ক্যাটাগরিতে রূপ নিলেও ফ্লোরিডায় আঘাতের সময় এর ক্যাটাগরি নামে ৪ এ। তবে এতে ঘূর্ণিঝড়টির শক্তি এতটুকুও কমেনি। বর্তমানে এটি প্রায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে এগোচ্ছে।
এদিকে ‘ইরমার’ আঘাতের প্রস্তুতি না সারতেই ক্যারিবীয় দ্বীপ বারুবুডায় এগিয়ে যাচ্ছে আটলান্টিকে সৃষ্ট পরবর্তী ঘূর্ণিঝড় ‘জোস’। এটিও ক্যাটাগরি ৫ হারিকেন রূপ নেওয়ার আভাস দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন