আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের কালা ই ঝিল জেলায় নিরাপত্তা বাহিনীর হামলায় এক কমান্ডারসহ চার তালেবান জঙ্গি নিহত হয়েছে।
জেলা গর্ভনর আব্দুল মমিন বলেন, নিরাপত্তা বাহিনী জেলার গৌসি গ্রামের তালেবান গোপন আস্তানায় হামলা চালায়। হামলায় কুখ্যাত কমান্ডার মাওলাই ইসমাইলসহ চারজন তালেবান ঘটনাস্থলেই নিহত হয়। হামলায় আপর দুই তালেবান জঙ্গি আহত হয়েছে বলে কর্মকর্তা জানান।
তবে এ বিষয়ে তালেবানদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন