জম্মু-কাশ্মীরের কুলগাম জঙ্গলে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছ এক জঙ্গিকে। এরা সবাই হিজবুল মুজাহিদিনের সদস্য। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর কলকাতা টোয়েন্টিফোর সেভেনের।
এসময় জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ এবং ইনস্যাস রাইফেল উদ্ধার করা হয়। নিহত জঙ্গিরা হলেন, দাউদ আহমেদ আলি এবং শাইয়ার আহমেদ ওয়ানি। আটক জঙ্গির নাম হল আরিফ সোফি।
বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের কারণে উত্তপ্ত হয়েছে কাশ্মীর উপত্যকা। সাফল্যের বিচারে ভারতীয় সেনার পাল্লা ভারি থাকলেও কম যাচ্ছে না জঙ্গিরাও। প্রায়ই পাল্টা চালে কুপোকাত হতে হয়েছে ভারতীয় সেনাকে।
এর আগে রবিবার রাতের দিকে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন তিন সেনা সদস্য। উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় এ ঘটনা ঘটে। ওইদিন রাতের দিকে নিয়ম মাফিক টহল দিচ্ছিল ভারতীয় সেনার ১৬ মাদ্রাস ট্রুপের সদস্যরা। সেই সময়েই জঙ্গিদের পাতা ফাঁদে পা পড়ে যায় তিন সেনা সদস্যের। আহতদের ড্রুগমুল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৭/হিমেল