যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে বন্দুকধারীও। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন, তাদের ডালাস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাতে অঙ্গরাজ্যের প্লানো শহরে একটি বাড়িতে বসে টেলিভিশনে ফুটবল খেলা দেখার সময় এক বন্দুকধারী গুলিবর্ষণ করেন।
নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ডালাস শহর থেকে প্রায় ২০ মাইল দূরের ওই শহরটিতে ডালাস কাউবয়েজ ফুটবল ম্যাচ খেলা দেখার সময় এক বন্দুকধারী ওই বাড়িতে আসেন। এরপর তিনি এক নারীর সঙ্গে তর্কে লিপ্ত হন। এর একপর্যায়ে তিনি অটোমেটিক অস্ত্র থেকে গুলিবর্ষণ করেন। এতে সাতজন নিহত হন।
এক প্রত্যক্ষদর্শী ক্রিস্টাল সুগ বলেন, আমি এক ব্যক্তিকে অন্য এক নারীর সঙ্গে তর্ক করতে দেখি। তারা রুমের বাইরে দাঁড়িয়ে তর্ক করছিলেন। এর একপর্যায়ে ওই নারী ঘরে ঢুকে যেতে চান। কিন্তু ওই ব্যক্তি কাছ থাকা অস্ত্র বের করে তাকে লক্ষ করে গুলি করেন। যেহেতু এটি অটোমেটিক অস্ত্র, সে কারণে অন্যরাও গুলিবিদ্ধ হয়ে মারা যান।
প্লানো পুলিশ কর্মকর্তা ডেভিড টিলি জানান, গুলির শব্দ শুনে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে ওই সন্দেহভাজনের সঙ্গে গুলি বিনিময় হয়। তিনি সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি করলে বন্দুকধারী নিহত হন। ওই নারীর সঙ্গে বন্দুকধারীর কী সম্পর্ক ছিল সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান