কয়েক দিন ধরে এক সৌদি প্রিন্স গোপনে ইসরাইল সফর করেছেন বলে জানিয়েছে ভয়েস অব ইসরাইল রেডিও।
রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সির বরাত দিয়ে রেডিওটি জানায়, বেশ কয়েক দিন ধরেই সৌদি প্রিন্স গোপনে ইসরাইল ভ্রমণ করছেন। এসময় তিনি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইসরাইলের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনাও করেন। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সৌদি অন্যান্য গণমাধ্যমে অবশ্য ওই সৌদি প্রিন্সের উপস্থিতিকে সৌদি সরকারের উচ্চপদস্থ কর্তাব্যক্তির সফর বলে আখ্যায়িত করা হয়। তবে কর্তাব্যক্তির পরিচয় ও পদ সম্পর্কে কিছু জানানো হয়নি।
এদিকে সৌদি প্রিন্সের সফরকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। বিষয়টিকে তিনি 'অভূতপূর্ব' বলে মন্তব্য করেন।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত