জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলার সম্পর্কে এখনও অনেকেরই আগ্রহ আছে৷ সে আগ্রহের জন্যই এবার নিলামে উঠছে হিটলারের বক্সিং গ্লোভস। দাম ৫ হাজার মার্কিন ডলার।টাকার হিসেবে যা প্রায় ৩ লাখ ১৯ হাজার টাকা ৷
বক্সিং গ্লোভসে নিজের মনোগ্রাম ব্যবহার করতেন হিটলার। মনোগ্রামটি ছিল তার নামের শর্টফর্ম- 'এ.এইচ'। বক্সারের ডানদিকের উপরে এই অক্ষর দু’টি খোদাই করা আছে৷ বক্সারের নিচে ছিল দুটি সাদা রেখা।
১৯ ইঞ্চি লম্বা ও ৩৯ ইঞ্চি ওয়েস্ট সাইজের দু’টি বক্সার ছিল 'বেশ বড়'। এই তথ্য জানিয়েছে মার্কিন নিলাম প্রতিষ্ঠান অ্যালেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন। ১৯৩৮ সালে হিটলার যখন অস্ট্রিয়ায় ছিলেন, তখন এই বক্সিং গ্লোভস ছিল তার সঙ্গী৷ অস্ট্রিয়ায় পার্খোটেল গ্রাজ হোটেলে এই দু’টি ফেলে এসেছিলেন তিনি।
একটি চিঠিতে বলা হয়েছে, হিটলারের নাতি পার্খোটেল গ্রাজের সাবেক মালিক ছিলেন। অস্ট্রিয়ায় ঘুরতে এসে সেখানে ১৯৩৮ সালের ৩ ও ৪ এপ্রিল হিটলার থেকেছিলেন৷ হোটেল ছেড়ে যাওয়ার সময় নিজের জামাকাপড় সেখানেই ফেলে যান হিটলার। শুধু বক্সিং গ্লোভসই নয়৷ হিটলারের সই করা আত্মজীবনী 'মেইন ক্যাম্প'-ও উঠছে নিলামে।
বিডি প্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর