রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান নিয়ে জাতিসংঘের সমালোচনার মুখে পড়েছে ভারত। ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভারত থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের তীব্র সমালোচনা করেছে।
সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে ভারতের তীব্র সমালোচনা করা হয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী সহিংস অভিযান চালাচ্ছে। ঠিক এই সময়ে রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়ার হুমকির বিষয়ে নয়াদিল্লির সমালোচনা করেন তিনি।
সাম্প্রদায়িকতা, জাতিগত সহিংসতাসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে চলতি বছরের প্রথম দিকেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের সমালোচনা করেছিল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন