মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অবিরত নৃশংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গা। আর এতে করে জরুরি ভিত্তিতে আগামীকাল রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বৈঠকে ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে রাখাইনে নৃশংস সহিংসতার কারণে মিয়ানমারে বেশ কিছু সাহায্যমূলক প্রকল্প স্থগিত করেছে জার্মানি। স্থগিত করা প্রকল্পগুলোতে জার্মানি অর্থ সহায়তা দিত খাদ্য নিরাপত্ত, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্য সেবামুলক খাতে।
এ ব্যাপারে জার্মানির উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাথারিনা মেঞ্জ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনের যেসব এলাকায় সহিংসতা চলছে, সেখানে আমাদের প্রকল্পগুলো বা কর্মসূচিগুলো স্থগিত থাকবে। সহিংসতা বন্ধ হলেই তা আবার চালু হবে জানান মুখপাত্র।
বিডি প্রতিদিন/এ মজুমদার