আটলান্টিক মহাসাগরের উপর এয়ার ফ্রান্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানটি প্যারিস থেকে লস এঞ্জেলেস যাচ্ছিল।
এ ব্যাপারে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এয়ারবাস এ-৩৮০ ফ্লাইট এএফ-৬৬ মডেলের বিমানটি গত শনিবার পশ্চিম গ্রিনল্যান্ডের আকাশে এই সমস্যার সম্মুখীন হয়। এসময় বিমানের চারটি ইঞ্জিনের একটি বিকল হয়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এতে মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এমনকি অবতরণের পরও স্বাভাবিক হতে পারছিলেন না তারা।
এ প্রসঙ্গে এয়ার ফ্রান্সের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, বিমানটিতে ২৪ জন ক্রুসহ ৪৯৬ যাত্রী ছিলেন। ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় ওই ইঞ্জিনটি কাজ করছিল না বলেও জানান তিনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ